#
Title
Description
Location
Deadline
Action
01
Call tender for Beekeeping equipment purchase
PKSF এর সহযোগীতায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় BASA Foundation কর্তৃক বাস্তবায়নাধীন। "টেকসই মৌচাষ উন্নয়ন এবং মৌপণ্য বিপণন" শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় মধু সংগ্রহ মেশিন ক্রয় করা হবে। মধু সংগ্রহ মেশিন-এর দর আপনার প্রতিষ্ঠানের নির্ধারিত প্যাডে আগামী ২৪/১১/২০২৪ ইং তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ঠিকানায় নির্বাহী পরিচালক, BASA Foundation বরাবর মুসক ছাড়া ও আয়করসহ প্রদান করার জন্য আহবান করা যাচ্ছে।
উল্লেখ্য দরপত্রের সাথে বৈধ ট্রেড লাইসেন্স এর কপি সংযুক্ত আকারে প্রদানের জন্য অনুরোধ করা হলো।
BASA Foundation
24/11/2024
02
Call tender for Honey Extractor Machine Purchase
PKSF এর সহযোগীতায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় BASA Foundation কর্তৃক বাস্তবায়নাধীন "টেকসই মৌচাষ উন্নয়ন এবং মৌপণ্য বিপণন" শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় মধু সংগ্রহ মেশিন ক্রয় করা হবে। মধু সংগ্রহ মেশিন-এর দর আপনার প্রতিষ্ঠানের নির্ধারিত প্যাডে আগামী ২৪/১১/২০২৪ ইং তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ঠিকানায় নির্বাহী পরিচালক, BASA Foundation বরাবর মুসক ছাড়া ও আয়করসহ প্রদান করার জন্য আহবান করা যাচ্ছে
উল্লেখ্য দরপত্রের সাথে বৈধ ট্রেড লাইসেন্স এর কপি সংযুক্ত আকারে প্রদানের জন্য অনুরোধ করা হলো।
BASA Foundation
24/11/2024
03
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর বাস্তবায়নে সহায়ক সংস্থা ব্র্যাক এর সহযোগী সংস্থা হিসাবে বাসা ফাউন্ডেশনের অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-০৪) সাব -কম্পোন্টে ২.৫ এর ১০ টি স্কুলের জন্য নিন্ম বর্ণিত শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আলাদা আলাদা ভাবে কোটেশন আহব্বান করা যাচ্ছে।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর বাস্তবায়নে সহায়ক সংস্থা ব্র্যাক এর সহযোগী সংস্থা হিসাবে বাসা ফাউন্ডেশনের অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-০৪) সাব -কম্পোন্টে ২.৫ এর ১০ টি স্কুলের জন্য নিন্ম বর্ণিত শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আলাদা আলাদা ভাবে কোটেশন আহব্বান করা যাচ্ছে।
৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখ দুপুর ১২.০০